বাংলাদেশের অভাগা ফুটবলপ্রেমীগণ!

খুব বেশি হইলে ৪-৫ বছর যাবত খেলা দেখে, তাও শুধুমাত্র UCL এর বড় কোন ম্যাচ হইলে! ক্লাবের মধ্যে রিয়াল আর বার্সা ছাড়া আর কিছু চিনে না! কোনটা কোন দেশের ক্লাব আর কে কয়বার চ্যাম্পিয়ন হইছে ওইগুলা তো দূরের কথা! এখন এই মানুষগুলা যদি এখন আমাদের বায়ার্ন, পিএসজি আর ডর্টমুন্ডের উল্টাপাল্টা কাহিনী শোনায় তাহলে বিষয়টা কোথায় গিয়ে 'দাঁড়ায়?' 🤔
আর তার চেয়ে বড় কথা হইছে মানুষ জানে তো কে কবে থেকে খেলা দেখে আর সব খোঁজ খবর রাখে! আজাইরা চাপা বাইড়াইলেই তো কাজ হইবো না, তাই না? 😋

Popular posts from this blog

6 Brilliant Tesla Inventions That Never Got Built

An Unfulfilled Love Story