Skip to main content

Google

ফেসবুক ফানি, মজার পোষ্ট এবং এসবের দর্শক!

funny posts jokes Bangladesh

আমার না আসলে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার সময় এটা মাথায় থাকে না যে এখানে আমার অনেক সিনিয়র ব্যাক্তিরা আছেন যারা তাঁদের নিজ নিজ পেশায় অনেক সফল এবং আমি তাঁদেরকে অনেক বেশি সম্মান করি! এমনকি আমার অনেক ম্যাডাম বা স্যারেরাও এগুলো দেখে আমি জানি! আর তাঁরাও তো বুঝবে যে আমি এখন বড় হয়ে গেছি, যেকোন কিছু নিয়ে সবার সামনে মজা করার যোগ্যতা হয়ে গেছে! আর না বুঝলে এখন থেকে বুঝে নেন! 😝
আমার যা ঠিক মনে হয় তা-ই freely দিয়ে দেই friendly মনোভাব নিয়ে! 😋 এতকিছু কে ভাবে যে এসব অনেক পেশার অনেক বড় বড় মানুষও দেখতে পারে! এখানে আমি পারফর্মার আর আপনারা সবাই অডিয়েন্স! 😉
আপনাদের কি মনে হয় আমি মিথিলা আর প্রভার বিরুদ্ধে ২-১ টা adult পোস্ট দিয়ে পরে শুনলাম যে এগুলো অমুক ম্যাডাম বা কোন অফিসার দেখছে আর তারপর উনাদের 'সরি' বলতে আসছি? 🤔
সেটা অসম্ভব, আমি যা লিখছি সঠিকই লিখছি! হয়তো 18+ মানুষদের জন্য ওই ২-১ টা পোস্ট, কিন্তু সঠিক!

Comments

Popular posts from this blog

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

খারাপের দুনিয়ায় জনি কিং আর মিয়া হচ্ছে কুইন!  😲  জনিমিয়ার (জনি সিন্স এবং মিয়া খলিফা) একসঙ্গে একটি মুভি দেখতে চায় অনেক মানুষ (আমি না)!  😇 আচ্ছা!  🤔  কোন 'ফিলিং স্টেশন' থেকে তেল 'ভরে' ওরা?  😱 # জনিমিয়া এদের তেল দেখলে তো অনেকের বেল ঠিক থাকে না তাই এই দাবি করেছেন বাংলাদেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। এদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পাঠানো হলে বলা হয় যে তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাবস্থাটি গ্রহন করে যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার স্যুটিং শুরু করে এই দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

TOP 50 ALL TIME BLOCKBUSTER HOLLYWOOD MOVIES

TOP 50 ALL TIME FAVOURITE HOLLYWOOD MOVIES YOU SHOULD WATCH 1. Rambo 2. The Matrix 3. Avatar 4. 14 Blades 5. The Terminator 6. The Raid: Redemption 7. Troy 8. Ip Man 9. The Wolverine 10. Mad Max: Fury Road 11. Mission: Impossible 12. The Great Wall 13. The Fast and The Furious 14. The Avengers 15. Black Panther 16. Man of Steel 17. Iron Man 18. Resident Evil 19. The Dark Knight 20. The Equalizer 21. Inception 22. John Wick 23. Alita: Battle Angel 24. Edge of Tomorrow 25. Fury 26. The Bourne Ultimatum 27. Star Trek 28. Battle Star Wars 29. X-Men 30. Kill Bill: Vol. 1 31. Baby Driver 32. Blade Runner 33. Tomb Raider 34. Thor 35. Apocalypto 36. The Mechanic 37. The Transporter 38. Die Hard 39. Hitman 40. The Expendables 41. Ninja Assassin 42. Transformers 43. Titanic 44. Police Story: Lockdown 45. Kingsman: The Secret Service 46. Taken 47. The Hunger Games 48. The A-Team 49. Universal Soldiers 50. Warcraft You can commen

বিজ্ঞান-প্রযুক্তি এবং বাংলাদেশ

মহাকাশে আমেরিকার স্যাটেলাইট আছে ১৬১৬ টি। পাশের দেশ ভারতের স্যাটেলাইট ৮৮ টি। পাকিস্তানের স্যাটেলাইট আছে ৩ টি। মহাকাশে কেনিয়ার মতো দেশের স্যাটেলাইট আছে ১ টি। ফুটবলের দেশ আর্জেন্টিনার স্যাটেলাইট আছে ১৮ টি। ব্রাজিলের আছে ১৭ টি। সাউথ কোরিয়ার আছে ২৭ টি। স্পেনের আছে ২৪ টি। থাইল্যান্ডের আছে ৯ টি। জাপানের প্রায় ১৭২ টি। পরমানু অস্ত্রের তালিকা করলে দেখা যায় সব থেকে বেশি পরমানু অস্ত্র আছে সুপার পাওয়ার রাশিয়ার। প্রায় ৭ হাজারের উপর। এরপর লিস্টে আসে আমেরিকা। প্রায় সাড়ে ৬ হাজার পরমানু অস্ত্রের অধিকারী আমেরিকা (৬৬৫০ টি)। ভারত এবং পাকিস্তানের পরমানু অস্ত্র যথাক্রমে ১৩০ এবং ১৪০ টি করে। ইসরাইলের আছে ৮০ টি। আর ফ্রান্সের হাতে ৩০০ টি করে আছে। চীন এবং উত্তর কোরিয়ার আছে যথাক্রমে ২৭০ টি এবং ১৫ টি করে নিউক্লিয়ার উইপন্স। মহাকাশে রুশ স্যাটেলাইট কয়টা আছে সেটা নিয়ে দ্বিমত থাকলেও ধরে নেয়া যায় এই সংখ্যা ১৪২ এর আশেপাশে হবে। ২০১৬ সালে রাশিয়া মহকাশে আরো ৭৩ টি মাইক্রোস্যাটেলাইট উৎক্ষেপণ করে। উইকিপিডিয়া ঘাটলেই দেখবেন ব্যালাস্টিক সাবমেরিন আছে এরকম ৬টা এলিট দেশের তালিকায় ভারতের নাম আছে। জাপান শান