রাজনীতি আর বন্ধুত্ব এক না

রাজনীতি আর বন্ধুত্ব এক কিনা সে বিতর্কে যাবো না। কিন্তু বিগত বছরগুলোতে বিশেষ করে গত জুলাই-আগস্টে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো যা করেছে তা রাজনীতি না, মানবতাবিরোধী অপরাধ। 💯

গণহত্যায় সরাসরি অংশ নেয়া বা এটাকে কোনো না কোনোভাবে সমর্থন দেয়ার মানে হলো দল, মত, ধর্ম, রাষ্ট্রের ঊর্ধ্বে গিয়ে মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়া। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশিরভাগ "মানুষ" এরকম মানবতাবিরোধী অপরাধগুলো খুব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করেছে। এছাড়াও বিরোধী মত দমনে গুম, খুন, ধর্ষণের মতো অপরাধগুলো তো এদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল। তাই জঘন্যতম অপরাধগুলো "রাজনীতি" বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা আরেকটা জঘন্য অপরাধ। 🙏

Popular posts from this blog

6 Brilliant Tesla Inventions That Never Got Built

All About TSLBD Blog and Its Owner Azharul Islam Sarker (Orthy)