ভন্ড এক্টিভিস্ট / ইউটিউবার

বাংলাদেশে একজন হিন্দু ইউটিউবার/এক্টিভিস্ট যে কিনা ইসলামিস্টদের বিক্রি করে জনসমর্থন আদায় করতে চায়, সে খোদ ইসলামিস্ট নেতাদের চেয়েও বেশি জনপ্রিয় হয়। তার কাজই হচ্ছে সহজ-সরল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা এবং মাদ্রাসার লোকজন তার কথায় সাড়াও দেয়।

কিন্তু এখানেও মূল বিষয় হচ্ছে সে বাংলাদেশে একজন আসামী ছিল যার কারণেই মূলত সে দেশত্যাগ করছে এবং এখন সে-ও ইউরোপের একটা দেশের নাগরিক। ভবিষ্যতে কখনো সে বাংলাদেশে আসবেই না, আসলেও কয়েক মাসের জন্য আসবে। তার কথা কোন কোন গোষ্ঠীর মানুষ শোনে এবং শোনার পর তা আমলেও নেয় এগুলো তো কারো অজানা থাকার কথা না।

এসব কারণেই যুগে যুগে ইসলামিস্টরা এখানে কিচ্ছু করতে পারে নাই, অদূর ভবিষ্যতে পারবে বলেও মনে হয় না যদি এ ধরনের লোকজনের কথা শুনে রাজনীতি করে কিংবা এদের ফাঁদে পা দিয়ে বসে থাকে।

Popular posts from this blog

কল্পনায় কল্পিত বাস্তবতার তুমি | জোবায়ের আহমেদ নয়ন

6 Brilliant Tesla Inventions That Never Got Built

Top 5 SEO Trends of 2023