জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ

প্রশ্ন ছিল "ফুলগুলো সব লাল হলো কেন?"

মানসিকতা ছিল "পরে যা হবার হবে, আগে তুই গদি ছাড়।"

তারপর স্লোগান হলো "বিকল্প কে? আমি, তুমি, আমরা।"

মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে।

প্রতিষ্ঠিত করা তো দূরের কথা, কোথায় ন্যায়বিচার?

সবাই পড়ে আছে তথাকথিত 'সংস্কার' এর মূলা নিয়া, আর 'নির্বাচন' নিয়া। অথচ সবার আগে হওয়া উচিত ছিল 'বিচার'।

Popular posts from this blog

The Power Of Being Real & Positive In Life