বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম

পৃথিবীর প্রতিটা সরকার জনগণের কাছ থেকে কিছু না কিছু লুকায়। গণমাধ্যম আর সাংবাদিকদের কাজ সেগুলো খুঁজে বের করা। সে হিসেবে গণমাধ্যমের সাথে সরকারের সম্পর্ক হওয়া উচিত সাংঘর্ষিক। কিন্তু বাংলাদেশে বিষয়টা পুরোপুরি উল্টো। এখানে সরকারের সাথে সাংবাদিক আর গণমাধ্যমের সম্পর্ক থাকে বন্ধুর মতো।

বিগত হাসিনা স্বৈরাচার তৈরির দায়ও বাংলাদেশের 'বেশিরভাগ' সাংবাদিক কিংবা গণমাধ্যমগুলো এড়াতে পারবে না। হাসিনা সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়া, প্লট নেওয়া, অর্থ নেওয়া কয়জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে? পূর্বাচল, কচুক্ষেতে প্লট পাওয়াদের বেশিরভাগই তো স্বাভাবিক জীবনযাপন করছে।

Popular posts from this blog

Just Friend To Almost Girlfriend!