বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা
সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে ব্যাক্তিত্বে! আমরা নিজেদেরকে অন্যদের কাছে বিলিয়ে দিতে খুব পছন্দ করি। অনেকটা পরশ্রীকাতর টাইপের আরকি। নতুনত্ব আমাদের মাঝেও আছে। আমি বলবো বাংলাদেশের মানুষের মধ্যে শতকরা ৯০% মানুষ নতুনত্ব নিয়ে চিন্তা করে। কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আমাদের মনে হয়, 'মানুষ কী বলবে?' এই যে মানুষ কী বলবে এই চিন্তাটা যারা মাথা থেকে সরিয়ে ফেলতে পেরেছে ইতিহাসে আজকে তাঁরাই সবচেয়ে সফল ব্যাক্তি হতে পেরেছে। Azharul Islam Orthy