Skip to main content

Posts

Showing posts from November, 2019

Google

জীবনের সময় | Times Of Life

সময়ের হিসেবে নিউইয়র্ক ক্যালিফোর্নিয়ার চাইতে ৩ ঘণ্টা এগিয়ে। তাই বলে কি ক্যালিফোর্নিয়া স্লো? কেউ কেউ ২২ বছরেই গ্র্যাজুয়েট হয় কিন্তু একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করে ৫ বছর। কেউ কেউ CEO হয় ২৫ বছর বয়সে কিন্তু দেখা গেলো তার জীবনাবসান ঘটে ৫০ বছর বয়সে। কেউ আবার ৫০ বছর বয়সে CEO হয়ে ৯০ বছর বয়স পর্যন্ত কাজ করে যায়। আপনার বয়সে কেউ বিয়ে করে বাবা কিংবা মা হয়ে গেলো; অথচ আপনি এখনো প্রেমেই পড়লেন না। ওবামা প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিয়েছেন ৫৫ বছর বয়সে আর ট্রাম্প ওই পদে আসীন হয়েছেন ৭০ বছর বয়সে। ক্যালিফোর্নিয়া কিংবা নিউ ইয়র্কের মত এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের রয়েছে নিজস্ব টাইম-জোন। মাঝে মাঝে আপনার মনে হবে কেউ একজন আপনার চেয়ে এগিয়ে গেলো; তাতে আপনি হয়তো ঈর্ষান্বিত হয়ে নিজেকে ভাববেন অযোগ্য। আবার কেউ একজন আপনার চাইতে পেছনে পড়ে গেলে আপনি হয়তো তাকে খুব একটা হিসেবে আনবেন না। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে, আপনি আসলে আপনার টাইম জোনের সাথে অন্যদের টাইম জোনকে মিলিয়ে ফেলছেন। সবাই আসলে যার যার নিজের ট্র্যাকেই দৌড়াচ্ছে। তাই লক্ষ্যটাও নিজের মতো। অন্যের সাথে তুলনা করলে কখনোই সুখটা পাবেন না। তা

পদ্মা সেতুর বর্তমান অবস্থা | Watch Padma Bridge Latest Update With Drone Camera

পদ্মা সেতুর বর্তমান অবস্থা | Watch Padma Bridge Latest Update With Drone Camera পদ্মা সেতুর সর্বশেষ আপডেট | Padma Bridge Update 2019 | TSL ORTHY The Padma Bridge is a multipurpose road-rail bridge across the Padma River under construction in Bangladesh. It will connect Louhajong, Munshiganj to Shariatpur and Madaripur, linking the south-west of the country, to northern and eastern regions. Padma Bridge is the most challenging construction project in the history of Bangladesh.

Some Messages To Haters Of YouTube and Blog

Now I am telling something about my historical video which has gone viral on YouTube . Most of the people liked it as a funny video, because they are educated and they got the point what I actually wanted to represent in this video . 😍 But, just the fact that there are some people who are taking it very personally on me and I don’t like it. I am very pissed off and I dislike everyone who used slang on that particular video . But,  I just want to tell them, 'Go to hell.' I will do stuff which I want to and I will do it all my life. Because I have done it for 5 years and I deserve it. 💸 🇧🇩 ✊ And if you guys have a problem, Come talk to me 'face to face, brain to brain.' Don't write behind this little nonsense article. And don’t write on the net, don't write on the twitter , don't write on the facebook , don't write on some books or magazines. Come and talk to me . 😎 Azharul Islam Orthy

Being Arrogant or Self-Obsessed Is Okay

Do you really think I am arrogant or self-obsessed? If you do then it is completely alright and Thank you. And yes I am telling you a short story about it. There was a young boy and he was standing against a wall. He wrote on the wall "I am great." People were passing by and they were looking at him and snickering because that is kind of arrogant to say yourself "I am great." I don't know who are these people who say that. LOL! So, this little young boy was standing there and then suddenly thought of himself and said 'My brother is doing a wonderful job in corporate sector and earning millions of dollars. My sister is going to be much more educated or whatever.' Then he started feeling that his achievements were even less. So he looked at the wall behind him and said that I would like to make it stronger. Then he added "I am the greatest." So, all the people who actually feel really small about themselves, the ordinariness that

বাবা-মা, সন্তান এবং সমাজ | আশা-আকাঙ্খা এবং স্বপ্ন | জীবনের সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ

কিছুদিন আগে আমার এক স্যার এক ক্লাসে বলছিলো যে সে রিসার্চ করে পেয়েছে, "যেসব মানুষের বাবা-মা ছোটবেলায় মারা যায়, তারা অনেক সফল হয়। কারণ, ছোটবেলা থেকেই তারা খুব ভালো করে এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। Decision Making এ ওরা সবচেয়ে ভালো হয়। কারন তাদেরকে বোঝানোর মত কেউ থাকে না।" এসব কথা শুনে ঠিক ওই ক্লাসের এক ঘন্টা পরই আমি উনার অফিসে গিয়ে সবার সামনে উনাকে বলে আসছিলাম, "মাফ করবেন স্যার কিন্তু পরবর্তীতে এরকম ধরণের কোন লেকচার দিতে যদি শুনি কোন ছাত্রছাত্রীর কাছ থেকে তাহলে শুধু আমিই না, আমরা যারা ছিলাম ক্লাসে সবাই আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে বাধ্য হবো।" কিন্তু আজকে আমার এক বন্ধুর জীবনের কাহিনী শোনার পর মনে হচ্ছে ওই কথাগুলো আমার ওই স্যারকে না, বরং পৃথিবীর কিছু বাবা-মা কে বলে আসা দরকার ছিল। অনেক বাবা-মা তাদের সন্তানদের লেখাপড়া করিয়ে বড় করে তাদের সন্তানদের জন্য না, সমাজের জন্য। বাংলাদেশে বিশেষ করে বেশীরভাগ পিতা-মাতাই এসব বিষয়গুলো হয়তো খেয়ালই করে না। আমরা সবাই জানি যে, কোন পিতা-মাতাই তাঁদের কোন সন্তানেরই খারাপ চান না। কিন্তু মনের অজান্তেই অনেক পিতা-মাতা যে কয়েক

ফেসবুক ফানি, মজার পোষ্ট এবং এসবের দর্শক!

আমার না আসলে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার সময় এটা মাথায় থাকে না যে এখানে আমার অনেক সিনিয়র ব্যাক্তিরা আছেন যারা তাঁদের নিজ নিজ পেশায় অনেক সফল এবং আমি তাঁদেরকে অনেক বেশি সম্মান করি! এমনকি আমার অনেক ম্যাডাম বা স্যারেরাও এগুলো দেখে আমি জানি! আর তাঁরাও তো বুঝবে যে আমি এখন বড় হয়ে গেছি, যেকোন কিছু নিয়ে সবার সামনে মজা করার যোগ্যতা হয়ে গেছে! আর না বুঝলে এখন থেকে বুঝে নেন! 😝 আমার যা ঠিক মনে হয় তা-ই freely দিয়ে দেই friendly মনোভাব নিয়ে! 😋 এতকিছু কে ভাবে যে এসব অনেক পেশার অনেক বড় বড় মানুষও দেখতে পারে! এখানে আমি পারফর্মার আর আপনারা সবাই অডিয়েন্স! 😉 আপনাদের কি মনে হয় আমি মিথিলা আর প্রভার বিরুদ্ধে ২-১ টা adult পোস্ট দিয়ে পরে শুনলাম যে এগুলো অমুক ম্যাডাম বা কোন অফিসার দেখছে আর তারপর উনাদের 'সরি' বলতে আসছি? 🤔 সেটা অসম্ভব, আমি যা লিখছি সঠিকই লিখছি! হয়তো 18+ মানুষদের জন্য ওই ২-১ টা পোস্ট, কিন্তু সঠিক! - আজহারুল ইসলাম অর্থী