Skip to main content

Posts

Showing posts from November, 2020

Google

একতরফা ভালবাসার অসুখ | On Sided Love Is Nothing | Virtual Reality

বর্তমানে ইন্টারনেটের যুগে একতরফা ভালবাসা বা ওয়ান সাইডেড লাভ অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। একজন ছেলে অথবা মেয়েকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাাপে দেখে কিছুদিন চ্যাটিং করেই অনেকের মনে হয় যে এটাকে ভালবাসাতে রূপান্তরিত করা যায়। জরুরী না যে সেই ছেলে বা মেয়েরও ভালবাসা লাগবে তোমাকে। এটা নিয়ে কিছু বলতে চাই... প্রথমেই বলে নিতে চাই যে, "বাস্তবে বাঁচতে শিখ। একটি নির্দিষ্ট আবেগ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না।" এটা অনেক বড় একটা সমস্যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোর বেশিরভাগ তরুণ ছেলেদের। আমি একটা ছেলের ঘটনা বলি যে একতরফা ভালবাসার আবেগে মেয়ের জন্য জীবন দিতেও প্রস্তুত যেই মেয়ের শুধু কিছু ছবি দেখেছে সে সোশ্যাল মিডিয়া থেকে। এর কাছে contact, exposure নাই-ই মেয়েদের সাথে কথা বলার জন্য। এমনকি বন্ধুত্বও নেই মেয়ের সাথে। তো আপনি যদি একটি মেয়ের আওয়াজও শুনে থাকেন ফোনে আর সে মেয়ে আপনাকে care করছে, আপনার সাথে ভদ্রভাবে কথা বলছে, হাসছে বা আপনাকে প্রাধান্য দিচ্ছে বেশি। তাহলে naturally ওর জন্য একটা feelings আসবে তোমার ভিতরে। হতেই পারে এটা। কিন্তু তোমাকে এখানে এটাও consider করতে হবে যে, তোমার এটা বাস্তব