একতরফা ভালবাসার অসুখ | On Sided Love Is Nothing | Virtual Reality

বর্তমানে ইন্টারনেটের যুগে একতরফা ভালবাসা বা ওয়ান সাইডেড লাভ অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। একজন ছেলে অথবা মেয়েকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাাপে দেখে কিছুদিন চ্যাটিং করেই অনেকের মনে হয় যে এটাকে ভালবাসাতে রূপান্তরিত করা যায়। জরুরী না যে সেই ছেলে বা মেয়েরও ভালবাসা লাগবে তোমাকে। এটা নিয়ে কিছু বলতে চাই...


one sided love quotes  one sided love meaning  one sided love songs  signs of one-sided love  one sided love lyrics  how to make one sided love successful  pain of one-sided love  one sided love status


প্রথমেই বলে নিতে চাই যে, "বাস্তবে বাঁচতে শিখ। একটি নির্দিষ্ট আবেগ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না।"

এটা অনেক বড় একটা সমস্যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোর বেশিরভাগ তরুণ ছেলেদের। আমি একটা ছেলের ঘটনা বলি যে একতরফা ভালবাসার আবেগে মেয়ের জন্য জীবন দিতেও প্রস্তুত যেই মেয়ের শুধু কিছু ছবি দেখেছে সে সোশ্যাল মিডিয়া থেকে।
এর কাছে contact, exposure নাই-ই মেয়েদের সাথে কথা বলার জন্য। এমনকি বন্ধুত্বও নেই মেয়ের সাথে। তো আপনি যদি একটি মেয়ের আওয়াজও শুনে থাকেন ফোনে আর সে মেয়ে আপনাকে care করছে, আপনার সাথে ভদ্রভাবে কথা বলছে, হাসছে বা আপনাকে প্রাধান্য দিচ্ছে বেশি। তাহলে naturally ওর জন্য একটা feelings আসবে তোমার ভিতরে। হতেই পারে এটা।
কিন্তু তোমাকে এখানে এটাও consider করতে হবে যে, তোমার এটা বাস্তবতা তার মানে এটা আসলেই বাস্তবতা অথবা এটাই হওয়া উচিত। পরিস্থিতি খারাপ তার মানে এই না যে তুমি আবেগবশত হয়ে তাকে জোড় করে বিয়ে করতে চাবে। বাস্তব পরিস্থিতি আমাদের এই দেশগুলোতে এমন যে ছেলে কোন মেয়ে পেলে তার ফিলিংস কুত্তার মত ঢুকাতে চায় মেয়েদের ভিতরে। পরে কোন রেসপন্স পায় না।

তার মানে এই না যে এটা মেয়ের দোষ। তার মানে এটাও না যে তোমারও দোষ। পরিস্থিতি খারাপ ভাই।

"এই ভালবাসা সত্যি, এই ফিলিংস সত্যি, যেভাবে মেয়ে আমার সাথে ফোনে কথা বলে বাস্তবেও আমাকে ততটাই প্রাধান্য দিবে।" আরে ভাই তুমি কখনো দেখোই নাই মেয়েকে বাস্তবে। তোমার জানাই নেই যে বাস্তবে সে দেখতে কেমন উপর থেকে নিচ পর্যন্ত। বুঝার চেষ্টা কর এই ব্যাপার টা। শুধুমাত্র কিছু ছবি দেখেই তুমি বুঝে ফেলছো যে সে আসলেই বাস্তবে দেখতে কেমন?

জাগো... জাগো ভাই এসব online reality bullshit যেটা তোমার মনকে দখল করে রেখেছে সেটা থেকে actual reality এর অনেক পার্থক্য আছে। ঘরের দরজা খোল, বাহির হও তারপর তোমার ব্যাংক অ্যাকাউন্ট দেখ। তারপর চিন্তা কর তোমার future prospect কি! Reality তে consider কর, হাওয়া বাতাস কে না। তোমার এই আবেগ আর যেই মেয়েকে নিয়ে পড়ে আছো সে এসে তোমাকে খাইয়ে দিয়ে যাবে না। তোমার জীবন তোমাকেই গড়তে হবে ভাই।


Popular posts from this blog

TOP 50 ALL TIME BLOCKBUSTER HOLLYWOOD MOVIES

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

How To Be First | Exciting Online Game | Ludo Club | Facebook Instant Games