Skip to main content

Google

একতরফা ভালবাসার অসুখ | On Sided Love Is Nothing | Virtual Reality

বর্তমানে ইন্টারনেটের যুগে একতরফা ভালবাসা বা ওয়ান সাইডেড লাভ অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। একজন ছেলে অথবা মেয়েকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাাপে দেখে কিছুদিন চ্যাটিং করেই অনেকের মনে হয় যে এটাকে ভালবাসাতে রূপান্তরিত করা যায়। জরুরী না যে সেই ছেলে বা মেয়েরও ভালবাসা লাগবে তোমাকে। এটা নিয়ে কিছু বলতে চাই...


one sided love quotes  one sided love meaning  one sided love songs  signs of one-sided love  one sided love lyrics  how to make one sided love successful  pain of one-sided love  one sided love status


প্রথমেই বলে নিতে চাই যে, "বাস্তবে বাঁচতে শিখ। একটি নির্দিষ্ট আবেগ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না।"

এটা অনেক বড় একটা সমস্যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোর বেশিরভাগ তরুণ ছেলেদের। আমি একটা ছেলের ঘটনা বলি যে একতরফা ভালবাসার আবেগে মেয়ের জন্য জীবন দিতেও প্রস্তুত যেই মেয়ের শুধু কিছু ছবি দেখেছে সে সোশ্যাল মিডিয়া থেকে।
এর কাছে contact, exposure নাই-ই মেয়েদের সাথে কথা বলার জন্য। এমনকি বন্ধুত্বও নেই মেয়ের সাথে। তো আপনি যদি একটি মেয়ের আওয়াজও শুনে থাকেন ফোনে আর সে মেয়ে আপনাকে care করছে, আপনার সাথে ভদ্রভাবে কথা বলছে, হাসছে বা আপনাকে প্রাধান্য দিচ্ছে বেশি। তাহলে naturally ওর জন্য একটা feelings আসবে তোমার ভিতরে। হতেই পারে এটা।
কিন্তু তোমাকে এখানে এটাও consider করতে হবে যে, তোমার এটা বাস্তবতা তার মানে এটা আসলেই বাস্তবতা অথবা এটাই হওয়া উচিত। পরিস্থিতি খারাপ তার মানে এই না যে তুমি আবেগবশত হয়ে তাকে জোড় করে বিয়ে করতে চাবে। বাস্তব পরিস্থিতি আমাদের এই দেশগুলোতে এমন যে ছেলে কোন মেয়ে পেলে তার ফিলিংস কুত্তার মত ঢুকাতে চায় মেয়েদের ভিতরে। পরে কোন রেসপন্স পায় না।

তার মানে এই না যে এটা মেয়ের দোষ। তার মানে এটাও না যে তোমারও দোষ। পরিস্থিতি খারাপ ভাই।

"এই ভালবাসা সত্যি, এই ফিলিংস সত্যি, যেভাবে মেয়ে আমার সাথে ফোনে কথা বলে বাস্তবেও আমাকে ততটাই প্রাধান্য দিবে।" আরে ভাই তুমি কখনো দেখোই নাই মেয়েকে বাস্তবে। তোমার জানাই নেই যে বাস্তবে সে দেখতে কেমন উপর থেকে নিচ পর্যন্ত। বুঝার চেষ্টা কর এই ব্যাপার টা। শুধুমাত্র কিছু ছবি দেখেই তুমি বুঝে ফেলছো যে সে আসলেই বাস্তবে দেখতে কেমন?

জাগো... জাগো ভাই এসব online reality bullshit যেটা তোমার মনকে দখল করে রেখেছে সেটা থেকে actual reality এর অনেক পার্থক্য আছে। ঘরের দরজা খোল, বাহির হও তারপর তোমার ব্যাংক অ্যাকাউন্ট দেখ। তারপর চিন্তা কর তোমার future prospect কি! Reality তে consider কর, হাওয়া বাতাস কে না। তোমার এই আবেগ আর যেই মেয়েকে নিয়ে পড়ে আছো সে এসে তোমাকে খাইয়ে দিয়ে যাবে না। তোমার জীবন তোমাকেই গড়তে হবে ভাই।


Comments

Popular posts from this blog

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

খারাপের দুনিয়ায় জনি কিং আর মিয়া হচ্ছে কুইন!  😲  জনিমিয়ার (জনি সিন্স এবং মিয়া খলিফা) একসঙ্গে একটি মুভি দেখতে চায় অনেক মানুষ (আমি না)!  😇 আচ্ছা!  🤔  কোন 'ফিলিং স্টেশন' থেকে তেল 'ভরে' ওরা?  😱 # জনিমিয়া এদের তেল দেখলে তো অনেকের বেল ঠিক থাকে না তাই এই দাবি করেছেন বাংলাদেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। এদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পাঠানো হলে বলা হয় যে তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাবস্থাটি গ্রহন করে যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার স্যুটিং শুরু করে এই দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

TOP 50 ALL TIME BLOCKBUSTER HOLLYWOOD MOVIES

TOP 50 ALL TIME FAVOURITE HOLLYWOOD MOVIES YOU SHOULD WATCH 1. Rambo 2. The Matrix 3. Avatar 4. 14 Blades 5. The Terminator 6. The Raid: Redemption 7. Troy 8. Ip Man 9. The Wolverine 10. Mad Max: Fury Road 11. Mission: Impossible 12. The Great Wall 13. The Fast and The Furious 14. The Avengers 15. Black Panther 16. Man of Steel 17. Iron Man 18. Resident Evil 19. The Dark Knight 20. The Equalizer 21. Inception 22. John Wick 23. Alita: Battle Angel 24. Edge of Tomorrow 25. Fury 26. The Bourne Ultimatum 27. Star Trek 28. Battle Star Wars 29. X-Men 30. Kill Bill: Vol. 1 31. Baby Driver 32. Blade Runner 33. Tomb Raider 34. Thor 35. Apocalypto 36. The Mechanic 37. The Transporter 38. Die Hard 39. Hitman 40. The Expendables 41. Ninja Assassin 42. Transformers 43. Titanic 44. Police Story: Lockdown 45. Kingsman: The Secret Service 46. Taken 47. The Hunger Games 48. The A-Team 49. Universal Soldiers 50. Warcraft You can commen

Being Arrogant or Self-Obsessed Is Okay

Do you really think I am arrogant or self-obsessed? If you do then it is completely alright and Thank you. And yes I am telling you a short story about it. There was a young boy and he was standing against a wall. He wrote on the wall "I am great." People were passing by and they were looking at him and snickering because that is kind of arrogant to say yourself "I am great." I don't know who are these people who say that. LOL! So, this little young boy was standing there and then suddenly thought of himself and said 'My brother is doing a wonderful job in corporate sector and earning millions of dollars. My sister is going to be much more educated or whatever.' Then he started feeling that his achievements were even less. So he looked at the wall behind him and said that I would like to make it stronger. Then he added "I am the greatest." So, all the people who actually feel really small about themselves, the ordinariness that