কিছুদিন আগে আমার এক স্যার এক ক্লাসে বলছিলো যে সে রিসার্চ করে পেয়েছে, "যেসব মানুষের বাবা-মা ছোটবেলায় মারা যায়, তারা অনেক সফল হয়। কারণ, ছোটবেলা থেকেই তারা খুব ভালো করে এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। Decision Making এ ওরা সবচেয়ে ভালো হয়। কারন তাদেরকে বোঝানোর মত কেউ থাকে না।" এসব কথা শুনে ঠিক ওই ক্লাসের এক ঘন্টা পরই আমি উনার অফিসে গিয়ে সবার সামনে উনাকে বলে আসছিলাম, "মাফ করবেন স্যার কিন্তু পরবর্তীতে এরকম ধরণের কোন লেকচার দিতে যদি শুনি কোন ছাত্রছাত্রীর কাছ থেকে তাহলে শুধু আমিই না, আমরা যারা ছিলাম ক্লাসে সবাই আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে বাধ্য হবো।" কিন্তু আজকে আমার এক বন্ধুর জীবনের কাহিনী শোনার পর মনে হচ্ছে ওই কথাগুলো আমার ওই স্যারকে না, বরং পৃথিবীর কিছু বাবা-মা কে বলে আসা দরকার ছিল। অনেক বাবা-মা তাদের সন্তানদের লেখাপড়া করিয়ে বড় করে তাদের সন্তানদের জন্য না, সমাজের জন্য। বাংলাদেশে বিশেষ করে বেশীরভাগ পিতা-মাতাই এসব বিষয়গুলো হয়তো খেয়ালই করে না। আমরা সবাই জানি যে, কোন পিতা-মাতাই তাঁদের কোন সন্তানেরই খারাপ চান না। কিন্তু মনের অজান্তেই অনেক পিতা-মাতা যে কয়েক...