ফেসবুক ফানি, মজার পোষ্ট এবং এসবের দর্শক!

funny posts jokes Bangladesh

আমার না আসলে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার সময় এটা মাথায় থাকে না যে এখানে আমার অনেক সিনিয়র ব্যাক্তিরা আছেন যারা তাঁদের নিজ নিজ পেশায় অনেক সফল এবং আমি তাঁদেরকে অনেক বেশি সম্মান করি! এমনকি আমার অনেক ম্যাডাম বা স্যারেরাও এগুলো দেখে আমি জানি! আর তাঁরাও তো বুঝবে যে আমি এখন বড় হয়ে গেছি, যেকোন কিছু নিয়ে সবার সামনে মজা করার যোগ্যতা হয়ে গেছে! আর না বুঝলে এখন থেকে বুঝে নেন! 😝
আমার যা ঠিক মনে হয় তা-ই freely দিয়ে দেই friendly মনোভাব নিয়ে! 😋 এতকিছু কে ভাবে যে এসব অনেক পেশার অনেক বড় বড় মানুষও দেখতে পারে! এখানে আমি পারফর্মার আর আপনারা সবাই অডিয়েন্স! 😉
আপনাদের কি মনে হয় আমি মিথিলা আর প্রভার বিরুদ্ধে ২-১ টা adult পোস্ট দিয়ে পরে শুনলাম যে এগুলো অমুক ম্যাডাম বা কোন অফিসার দেখছে আর তারপর উনাদের 'সরি' বলতে আসছি? 🤔
সেটা অসম্ভব, আমি যা লিখছি সঠিকই লিখছি! হয়তো 18+ মানুষদের জন্য ওই ২-১ টা পোস্ট, কিন্তু সঠিক!

Popular posts from this blog

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা | Happy International Women's Day | ৮ই মার্চ | 8th March

হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির রাজনৈতিক অপরিপক্কতা