Posts

Showing posts from June, 2020

সামজিক যোগাযোগ মাধ্যম একটি অভিশাপ | Social Media Is A Curse

Image
সোশ্যাল মিডিয়া মানেই শো অফ আর ফেক! 👉 কোন বার্থডে পার্টি বা বিয়ের অনুষ্ঠানে গিয়ে ক্যামেরার সামনে শুধুমাত্র ছবি তোলার জন্য একটা হাসি দিবে আর সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপলোড করে ক্যাপশন দিবে, 'আজকের মত উপভোগ জীবনে আর কখনো করিনি!' 😎 অথচ বাস্তবে দেখবেন কিছুই করেনি! কেন মানুষের সামনে নিজেকে ফেক রাখতেই হবে? কেন ছবি বা ভিডিও আপলোড করে 'ক্যাপশন' এর চিন্তা করে কোন পার্টিতে বা অনুষ্ঠানে যেতে হবে? কেন শুধু লাইক, কমেন্টসের উদ্দেশ্যে ঘুরতে যেতে হবে? 😲 কার ফলোয়ারস বেশি কার কম এগুলো নিয়ে কেন সবসময় মাতামাতি করতে হবে? 😑 আপনি কি জানেন, সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেকটি সেলিব্রিটির ৩০-৫০% পর্যন্ত ফলোয়ারস ফেক! এদের মধ্যে ২০-৩০% একটিভ না, আর বাকি শুধু ২০-৩০% একটিভ! আমি বিশ্বের TOP 10 ইন্সটাগ্রামে ফেক ফলোয়ারস নিয়ে থাকা সেলিব্রিটিদের লিস্টে দেখলাম ইন্ডিয়ার দীপিকা এবং প্রিয়াংকাও আছে! ফেসবুক, টুইটারে একই! আমি জানি এগুলো ওরা নিজেরা বানায় না! কিন্তু ফেক তো, আর ওদের এই ফেক জিনিসগুলোই আমরা আসল ধরে নিচ্ছি! 🔥 যাই হোক, আমি শুধু বলতে চাই অনলাইনে লাইক, কমেন্টস বা ফলোয়ারসের জন্য নিজের জীবনের আ...