একটি গিটার এবং একটি ইউটিউব চ্যানেলের গল্প!
একটি আধুনিক গল্প বলি আপনাদের? বাংলাদেশে এক সময় একটি সাদামাটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। গল্পের সময়ে সে ইন্টার লেভেলে ঢাকার একটি বিখ্যাত কলেজে পড়াশুনা করতো। সময়টা তখন ২০১১ সাল। পড়ালেখার পাশাপাশি ছেলেটি প্রায় প্রতিদিনই তার বন্ধুদের সাথে ঢাকার ধানমন্ডি লেকে গিটার নিয়ে গান গাইতো এবং আড্ডা দিতো। হঠাৎ একদিন তার মনে হলো যে তার গিটার শেখা উচিত। আর গিটার শিখতে হলে তো পরিচর্যা করার জন্য নিজের গিটার থাকতে হবে। এই মনে করে শখ করে সে তার বাসা থেকে দেওয়া হাত খরচ থেকে টাকা জমিয়ে রাখতো একটি গিটার কেনার জন্য। প্রায় দুই বছর পর অর্থাৎ ২০১৩ সালে অবশেষে প্রায় ৬ হাজার টাকা দিয়ে সে তার স্বপ্নের গিটারটা কিনেই ফেললো। এবার শিখবার পালা। সে তার এক পরিচিত বড় ভাইয়ের সাথে গিটার শেখা শুরু করলো। প্রায় একমাস সে গিটারের ক্লাস করলো। এরপর তার কলেজে টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কারণে সে আর কন্টিনিউ করতে পারলো না। টেস্ট পরীক্ষা শেষে এইচ এস সি পরীক্ষার প্রিপারেশন নিতে বলা হলো তাকে। এভাবে মানুষ তাকে শুধু পড়াশুনা করতে বলা শুরু করলো এবং তাকে প্রেসার দেওয়া শুরু করলো। মানুষ বা সমাজ কী ভাববে এই চিন্তা করে আর এই ভয়ে সে আর গিটারের ...