Posts

Showing posts from September, 2019

How Blessed I Am and We Are! Life Is Amazingly Beautiful!

আমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ আছে চ্যাটিং করার জন্য আর ইউটিউব আছে কন্টিনিউয়াসলি বিনোদন দেবার জন্য! Enjoying all the time! মাঝে মাঝে বাইরে বন্ধুদের সাথে chill আর fun করে আসি!  😉  মানে লাইফ তো একদম উরাধুরা চলতেছে!  😇  On the other hand আমার career, dream, passion, goal সবকিছুই আছে এবং আল্লাহ্‌ চাইলে এর সবকিছু fulfill হতেও পারে কখনো! Family support করে, প্রত্যেকটা friends support করে!  🙂  আমি সিরিয়াসলি বলছি একজন মানুষ হিসেবে আর কী কী চাওয়ার থাকতে পারে জীবন থেকে?  🤔 হ্যাঁ, একটা জিনিস missing! আমি এখনও 'সিঙ্গেল ব্যাচেলর!' এটাই fulfill করা বাকি আছে!  😂 But, Life is actually beautiful yr! We make it complicated sometimes!  😋 # BePositive # StayHappy - Azharul Islam Orthy

"টাইমলাইনে রেখে দিলাম!" Emotion or Online Business of Religion?

নতুন একটা ট্রেন্ড শুরু হইছে "টাইমলাইনে রেখে দিলাম!" এটাকে আমি ট্রেন্ড বলি না, বিজনেসের নতুন একটি পন্থা বলি!  🙂  ধার্মিক একটা সুন্দর কোন ক্লিপ আপলোড দেয় (তা-ও নিজের না) সেটা ধরে নিলাম ঠিক আছে কিন্তু এর টাইটেল বা ক্যাপশনে দিয়ে দেয় "টাইমলাইনে রেখে দিলাম!" সেটা আবার হাজার হাজার মানুষ শেয়ার দেয়! যারা শেয়ার দেয় আমি জানি না তারা জীবনেও নিজের টাইমলাইনে গিয়ে সেগুলো আবার চেক করে কিনা বা আদৌ কখনো করবে কিনা! কারণ মানুষ সবসময়ই এর পরে কী হবে, কোনটা ট্রেন্ড হবে এসব নিয়ে চিন্তিত থাকে!  😐  আবার  এদের টাইমলাইন ঘাটলেই দেখা যাবে অনেক নিকৃষ্ট জিনিসপত্র পড়ে আছে!  🤔  খারাপ জায়গায় পবিত্র জিনিস শেয়ার করা থেকে বিরত থাকুন প্লিজ! মন থেকে কিছু শিখতে চাইলে ফেসবুকের কোন প্রয়োজনই নেই!  🙂 আর যারা ভিডিও ক্রিয়েটর বা আপলোডার তাদের নিয়্যাত যদি ইতিবাচক হতো তাহলে কখনোই এই ধরনের ক্যাপশন দিতো না যেহেতু বিষয়টা 'ধর্মের এবং অনুভূতির!' ওরা এগুলো দেয় কারণ তারা জানে যে বাঙালি জাতিকে emotionally attract করতে পারলেই ওরা সফল!  🙂 এগুলোও এক ধরনের ধর্ম ব্যবসা! আর ধর্ম নিয়ে ব্যবসা কর...