"টাইমলাইনে রেখে দিলাম!" Emotion or Online Business of Religion?

নতুন একটা ট্রেন্ড শুরু হইছে "টাইমলাইনে রেখে দিলাম!" এটাকে আমি ট্রেন্ড বলি না, বিজনেসের নতুন একটি পন্থা বলি! 🙂 ধার্মিক একটা সুন্দর কোন ক্লিপ আপলোড দেয় (তা-ও নিজের না) সেটা ধরে নিলাম ঠিক আছে কিন্তু এর টাইটেল বা ক্যাপশনে দিয়ে দেয় "টাইমলাইনে রেখে দিলাম!" সেটা আবার হাজার হাজার মানুষ শেয়ার দেয়! যারা শেয়ার দেয় আমি জানি না তারা জীবনেও নিজের টাইমলাইনে গিয়ে সেগুলো আবার চেক করে কিনা বা আদৌ কখনো করবে কিনা! কারণ মানুষ সবসময়ই এর পরে কী হবে, কোনটা ট্রেন্ড হবে এসব নিয়ে চিন্তিত থাকে!  😐 আবার এদের টাইমলাইন ঘাটলেই দেখা যাবে অনেক নিকৃষ্ট জিনিসপত্র পড়ে আছে! 🤔 খারাপ জায়গায় পবিত্র জিনিস শেয়ার করা থেকে বিরত থাকুন প্লিজ! মন থেকে কিছু শিখতে চাইলে ফেসবুকের কোন প্রয়োজনই নেই! 🙂
আর যারা ভিডিও ক্রিয়েটর বা আপলোডার তাদের নিয়্যাত যদি ইতিবাচক হতো তাহলে কখনোই এই ধরনের ক্যাপশন দিতো না যেহেতু বিষয়টা 'ধর্মের এবং অনুভূতির!' ওরা এগুলো দেয় কারণ তারা জানে যে বাঙালি জাতিকে emotionally attract করতে পারলেই ওরা সফল! 🙂
এগুলোও এক ধরনের ধর্ম ব্যবসা! আর ধর্ম নিয়ে ব্যবসা করা কতটা নিকৃষ্ট তা আমরা কমবেশী সবাই জানি! তাই এগুলো শেয়ার করে এসব ধর্ম ব্যবসায়ীদের বিজ্ঞাপন বাড়িয়ে এদের অনুপ্রাণিত করবেন না প্লিজ!


Azharul Islam Orthy

Popular posts from this blog

Being Arrogant or Self-Obsessed Is Okay

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

বাংলাদেশী জনগণের হীন মানসিকতা | Poor Mentality Of Bangladeshi People