বাংলাদেশী জনগণের হীন মানসিকতা | Poor Mentality Of Bangladeshi People
মুলত আমরা ফকিন্নি, ফকিন্নি দেশে বসবাস করি, তাই বড়লোকি দেখাই। ফাইভ স্টার, ভালো খাবার, গাড়ি, বিমান এসবে ছবি দিয়ে নিজেকে পশ প্রমানের ট্রাই করি। শো অফ দেখানোর জন্য ফেসবুক ইউজ করা আমার মনে হয় একমাত্র বাংলাদেশীরা-ই করে। (এশিয়া) আপনাদের যাদের দেশের বাইরের কোন ডেভেলপড দেশের ফ্রেন্ড আছে তারা হয়তো জানেন এবং দেখবেন যে ওইসব দেশের কেউ এত শো অফ করে না। গাড়ি-বাড়ি দেখায় না, কারন এগুলো তাদের কাছে নরমাল। আমরা চিন্তা চেতনায়ই ফকিন্নি, আর্থিক এবং মানসিক দুই দিক দিয়েই। তাই শো অফ করে নিজেকে আলদা প্রমান করতে চাই, বড়লোক প্রমান করতে চাই। অথচ এসব বাদ দিয়ে যদি উন্নত মানসিকতার শো অফ করতাম, দেশটা এবং দুনিয়াটা হয়তো বদলে যাইতো। "লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে।" ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেই তোমার বাড়ি গাড়ি লাগবে, তোমাকে পশ হইতে হবে। তুমি গরিব তাই টাকা ইনকাম করতে হবে অনেক বা তোমার বাকি রিলেটিভ পশ, তাই তুমি পশ না হইলে, মেলা টাকা না কামাইলে ফ্যামিলি বা তোমার মান-সম্মান থাকবে না। তাই অনেক টাকা কামাইতে হবে, আর তখনই আমাদের ইথিক্স, সততা আমরা ভুলে যাই বাড়ি-গাড়ি, বিদেশে বাড়ি এসব লোভে প...