কল্পনায় কল্পিত বাস্তবতার তুমি | জোবায়ের আহমেদ নয়ন
ঘুরে ঘুরে আরো একটি বছর চলে গেল। কিন্তু এখনো ভূলতে পারলাম না। তবে আগে থেকে অনেকটা মানিয়ে নিয়েছি। কথায় আছে, যে জিনিস পাওয়ার নয় সে জিনিসের জন্য আসায় থেকে কি লাভ! তাই আশা ও নেই ভালবাসা ও নেই। তবে মিস করি। আরো বেশি মিস করি তার স্বভাবটাকে। যেটা দেখেই তাকে খুব বেশি ভালো লেগেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। কাকতালিয় হলেও আমি রিয়া নাম টাকে আগে থেকেই পছন্দ করাতাম। মানুষের কিছু পছন্দের নিক নাম থাকে । আমারো ছিল। যেমন রিয়া, অনু ইত্যাদি। পছন্দের মেয়েটার নাম যদি পছন্দের নামের হয় তাহলে কোন কথাই নেই। আমার ও তাই হয়েছিল। সময়টা ছিল এসএসসি এর পর। তখন আমি একজন কম্পিউটার শিক্ষক। এসএসসি এর পর কম্পিউটার ক্লাসে রিয়ার সাথে আরও পাঁচ/ছয় জন মেয়ে ভর্তি হয়েছিল। ওদের নিয়েইে একটি ব্যাচ হল। সবার মত ওদেরকেও ক্লাস করাচ্ছিলাম। কয়েকদিন যাওয়ার পর রিয়াকে একটু খেয়াল করলাম। যদিও খেয়াল করার কয়েকটা কারন আছে। ও চশমা পরতো, চুপচাপ থাকতো আর নিচের দিক তাকিয়ে থাকতো। মানে এদিক সেদিক খুব কম তাকাত। প্রশ্ন করলেও সহজে উত্তর দিত না। এ জন্যই সবার মধ্যে ওরে একটু আলাদা ভাবে দেখা। সময়ের সাথে সাথে ওর স্বভাবগুলো আরো স্পষ্ট হতে লাগলো...