ঢাকা শহরের একটি ব্যাচেলরের আত্নকাহিনী!

ঢাকা শহরের একটি ব্যাচেলরের কাহিনী-

আমিঃ মামা, আসসালামু ওয়ালাইকুম।টু লেট দেখে ফোন দিছিলাম।
মামাঃ আপনি একটু নিচের পানওয়ালার সাথে কথা বলেন।
আমিঃ ফোন কেটে দিয়ে, মামা, আপনার এই টু লেট ব্যাচেলর না ফ্যামিলি।
মামাঃ ব্যাচেলর।
আমিঃ মামা কয় রুম? ভাড়া কত??
মামাঃ মামা, তিন রুম দুই ডাইনিং দুই বাথ আর ভাড়া ১৪০০০।
আমিঃ আনন্দে উৎসাসিত হইয়া, একটু দেখতে পারি??
মামাঃ ভিতরে যান।
আমিঃ ভিতরে গিয়ে ম্যানেজর মামা চক্ষু কপালে তুলিয়া মামা এইডা ব্যাচেলর না ফ্যামিলি। আমি বহু কষ্টে নিশ্বাস নিয়ে কিন্তু বাইরের মামা যে বলল ব্যাচেলর। কই না এখানে শুধুমাত্র ফ্যামিলি।
আমিঃ বাইরে গিয়ে, মামা আপনি না বললেন ব্যাচেলর কিন্তু কই??
মামাঃ কই আপনে তো আমারে কিছুই জিগান নাই।
আমিঃ মনে মনে গালি দিয়া, হাটা শুরু করলাম।

পাশের মামা, মামা বউ আছে নি?
আমিঃ না।
মামাঃ তাইলে আর ফোন দিয়া ট্যাকা নস্ট কইরেন না।
আমিঃ 
😭
বিঃদ্রঃ বউ ছাড়া ঢাকা শহরে প্রবেশ নিষেধ।কেউ যদি করে থাকে তবে এক্ষুনি ফেরত যান, না হলে ২ রুমের ফ্ল্যাট ২৫০০০ টাকা।

Popular posts from this blog

TOP 50 ALL TIME BLOCKBUSTER HOLLYWOOD MOVIES

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

How To Be First | Exciting Online Game | Ludo Club | Facebook Instant Games