ভুল তথ্য দিয়ে অনলাইন মিডিয়ার র্যাংকিং করা কি অপরাধ নয়?
ভুল তথ্য দিয়ে অনলাইন র্যাংকিং করা কি অপরাধ নয়? এই প্রতিবেদনে আরটিভি ও এনটিভি অনলাইন সম্পর্কে যে কটা তথ্য উল্লেখ আছে, তারা সবকটিই ভুল। আমি চ্যালেঞ্জ দিলাম। পাবলিকলি এই ভুল তথ্য প্রকাশের অধিকার তাদের কে দিয়েছে? আসুন দেখি তারা কীভাবে তথ্য ম্যানিপুলেট করে?
১. ইউটিউব: সাবস্ক্রাইবার দিয়ে তারা ইউটিউব মাপে
২. ফেসবুক: এটাও তো লাইক/ফলোয়ার দিয়ে তাদের মাপার কথা ছিল। কিন্তু তারা এটা মাপে এনগেজমেন্ট দিয়ে
৩. ওয়েবসাইট: এটা মাপে তারা ইউনিক ভিজিটর দিয়ে।
তাদের এই সীমিত ও সুবিধাবাদী জ্ঞান শুধু ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিকেই বিভ্রান্ত করছে তাই নয়, তাদের জানা-শোনা ও পারদর্শিতার লেভেলটাও সবার জানা হয়ে যাচ্ছে। এখনই এই সব ‘ভূঁইফোড়’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উপযুক্ত ‘সময়’