বড় ছেলে বনাম ছোট ছেলে!

বাবা-মায়ের একমাত্র ছেলে এবং পরিবারের বড় ছেলেরা সবসময়ই একটু প্রাধান্য বেশি পায়! যেভাবেই হোক না কেন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বাবা মা-ই তাদেরকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করতে থাকে! ১০০ বার পড়ে গেলে ১০০ বারই উঠিয়ে দেয়! এটাই বাস্তবিক সত্যি! ছোট ছেলেদের তাঁরা এটা ওটা বিভিন্ন কিছু বলে বোঝাতে চায় যে সব সন্তানই তাদের কাছে সমান, কিন্তু একটা সময়ে এটার ভূল প্রমাণ স্বাভাবিক নিয়মেই চোখের সামনে চলে আসে! আর এজন্যই বেশীরভাগ পরিবারের মেজো অথবা ছোট ছেলেরা সাধারণ জীবনযাপনকে অপছন্দ করে এবং সৃজনশীল পথে নিজ নিয়মে হাঁটা শুরু করে! কারন নিজের পরিবারের কাছেই তাদের কোন গুরুত্ব থাকে না! They don't care actually! আমার এক বন্ধু সবসময় একটা কথা বলে 'প্রতিটা সম্পর্কের সাথেই কোন না কোন স্বার্থ জড়িয়ে থাকে!' হ্যাঁ আসলেই সবাই স্বার্থপর, এমনকি নিজেদের পরিবারও..! 🙏
#বাংলাদেশ

Popular posts from this blog

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

Being Arrogant or Self-Obsessed Is Okay

বাংলাদেশী জনগণের হীন মানসিকতা | Poor Mentality Of Bangladeshi People