বাংলাদেশ এবং ভারতের মানুষজনের মধ্যে পার্থক্য!!!

ইন্ডিয়াতে চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়, গরীব থেকে কোন ব্যাকগ্রাউন্ড ছাড়া একা একাই বলিউডের বাদশাহ হয়, যে এক সময় ড্রাগ এডিক্টেড আর মেয়েদের নিয়ে খেলা করতো সে ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা হয়, যাকে এক সময় কেউ গুরুত্বই দিতো না সে বিশ্বসেরা ক্রিকেটার হয়! বাংলাদেশে কী এমন কেউই হয় না? 🤔 হয় ঠিকই কিন্তু ইন্ডিয়ানরা যখন এসব ঘটনাগুলো বায়োপিক বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে পুরো জাতির সামনে তুলে ধরে তরুণদের ইন্সপায়ার করতে ব্যস্ত তখন আমরা হিরো আলম আর সানাই কখন কী করলো তা নিয়ে মজা নিতে থাকি! ইন্ডিয়াতে কী হিরো আলমের মত কেউ নাই? আছে! কিন্তু ওরা আমাদের মত নেগেটিভিটি নিয়ে পড়ে থাকে না! গুণের কদর ভালভাবেই করতে জানে ওরা! 🙂
আমি গত কয়েক মাস ইন্ডিয়ানদের ফলো করে এই একটা পার্থক্যই খুঁজে পাইছি আমাদের সাথে! ওরা উন্নত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কারন ওদের মানুষজনের মানসিকতাও উন্নত হচ্ছে! তা না হলে জনগণ বাংলাদেশেরও কম নাই! থাকলে কী লাভ যদি কিছু করার চিন্তার পরিবর্তে উল্টা আরো নেগেটিভিটি ছড়াতে থাকে..!! 🙏

Popular posts from this blog

বাংলাদেশীরা ঐতিহাসিকভাবে বিদ্রোহী

7 Haunted Locations to Add to Your Travel List