টাকা | Money

ঢাকা শহরের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। তারপরও অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাকে। আর বেশীরভাগ যন্ত্রণার মূলে ছিলো 'টাকা।'
জীবনে টাকা অনেক অনেক জ্বালিয়েছে। আর জ্বলতে চাই না। এখন জীবনে টাকাই আমার সব। এত পরিমাণ টাকা উপার্জন করতে চাই, এত পরিমাণ টাকা উপার্জন করতে চাই যে একসময় টাকা নিজেও হার মেনে আমাকে বলবে, 'ভাই মাফ চাই। অনেক হইছে, আর না প্লিজ।' তা যেভাবেই হোক না কেন!

Popular posts from this blog

Privacy Policy For Blogger

জীবনের সময় | Times Of Life