অপরিচিত আমি এবং কষ্টের বাস্তবতা!

আজ সত্যিই আমি অপরিচিত নিজের কাছে, হারিয়ে ফেলেছি আমি আমার আমি কে! ছোট্ট কিছু স্বপ্ন ছিল, বাস্তবতা স্বপ্নগুলোকে বদলে দিলো! আজ কষ্ট হচ্ছে না, দুঃখও নেই আমার, না হয় হেরে গেলাম জীবনের কাছে এই তো? একদিন আমিও তোমার কাছে স্মৃতি হয়ে যাবো ভুল করেও হয়তো মনে পরবে না, ভাববে না কোন একজন ছিল যে তোমায় তার পৃথিবী ভাবতো! হয়তো কিছু পুরনো স্মৃতি ভেবে হাজারো নতুন স্মৃতির চাদরে ডেকে দেবে আমাকে! কষ্ট নেই তুমি ভুলে যাবে আমায় হয়তো বাস্তবতা তোমায় বদলে দিয়েছে, তুমি নতুন করে স্বপ্ন দেখতে শিখে গেছো। সত্যিই তোমার তুলনা তুমি, খেলেছো আমার আবেগগুলো নিয়ে বদলে দিয়েছো কষ্টের রং দিয়ে আমার সোনালি স্বপ্নগুলো। তবুও তুমি ভালো থেকো, যতটা ভালো থাকলে আর আমায় মনে পড়বে না।

Popular posts from this blog

জনি সিন্স এবং মিয়া খলিফার একসাথে অভিনয় দেখতে চায় জনগণ

গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনৈতিক ভণ্ডামি