সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের সংগ্রামী শুভেচ্ছা। অনেকেই আজ সারাদিন নারী দিবস নিয়ে ট্রল করে বেড়াবেন। অনেকেই প্রশ্ন করে বেড়াবেন নারীর দিবসের প্রয়োজনীয়তা কী? অনেকেই বলে বেড়াবেন নারী নিজেকে মানুষ ভাবতে পারলো না বলেই এসব নারী দিবসের জন্ম। জি, আপনাদের জন্যই আমার অল্প কয়টা কথা বলার আছে... আগে এই দিবসটার নাম ছিল আন্তর্জাতিক কর্মজীবি নারী দিবস। পরবর্তীতে শুধুমাত্র কর্মজীবি নারী নয়, সকল নারীদের অধিকার সচেতনতার প্রতীক হিসেবে এই দিবস পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। অন্য মহান দিবসগুলোর মতো এই দিবসেরও রয়েছে মাহাত্ম্যপূর্ণ ইতিহাস। ১৮৫৭ সালে সংগঠিত হওয়া নারী শ্রমিকদের প্রথম সংঘবদ্ধ আন্দোলন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে মজুরি বৈষম্য, অনিরাপদ কর্মপরিবেশ এবং কর্মঘণ্টা সুনির্দিষ্টকরণের দাবীতে, যে আন্দোলনে ন্যাক্কারজনকভাবে লাঠিচার্জ ও নিপীড়ন চালানো হয় সে দিবসকে স্মরণ করতেই প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসা হচ্ছে। ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন সতেরোটি দেশ থেকে যোগ দেয়া একশো জন নারী প্রতিনিধি একত্...