Successful বা সফলতার প্রকৃত সংজ্ঞা!

ধন-সম্পত্তি বা টাকার অংক দিয়ে যদি সফলতাকে সংজ্ঞায়িত করা যেত তাহলে CNN এর Co-Owner ৭০ বছর বয়সে গিয়ে suicide attempt করতো না! কি নেই তাঁর? বাড়ি, গাড়ি, খ্যাতি, বিলিয়ন বিলিয়ন ডলার আর যা যা আমরা বাংলাদেশিরা স্বপ্ন দেখি তার সবই উনার বাস্তবে আছে! তারপরও এত কিসের হতাশা যে মরণকেও পরোয়া করে না? 🤔
সফলতার সংজ্ঞা দিতে গিয়ে অনেক বড় বড় সফল ব্যাক্তিরাও হিমশিম খেয়েছে! কারণ, প্রকৃতপক্ষে কেউই পুরোপুরি সফল না! সবকিছু থাকলেও মানুষের আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে! 😊
তবে আপাতদৃষ্টিতে প্রকৃত সফল তারাই যাদের সুন্দর একটি পরিবার আর বিশ্বাসযোগ্য কিছু বন্ধু বা কাছের মানুষ আছে! আর এজন্যই আমি যা-ই করি না কেন, সবসময় নিজেকে সফল মনে করি! 😇

Popular posts from this blog

গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনৈতিক ভণ্ডামি

Privacy Policy For Blogger

All About TSLBD Blog and Its Owner Azharul Islam Sarker (Orthy)