কাউকেই পরিমাপ করা উচিত না | সবাই সমান | Everyone Is Equal | Never Judge Anyone
আচ্ছা সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখে আপনি মনে করছেন আমি ঢাকায় অনেক মেয়েদের সাথে ঘুরাফেরা করি, তার উপর আবার ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। জীবন উড়াধুরা ভাবে enjoy করতেছি, ফাটাইয়া ফেলতেছি। নিশ্চয়ই অনেক টাকা-পয়সা উড়াই তা না হলে এত সুন্দরী মেয়েরা কেন আমার সাথেই থাকতে চাবে। আমি অস্বীকার করিনা কখনো যে আমি টাকা-পয়সা উড়াই না। উড়াই কিন্তু মেয়েদের পিছনে না! মেয়েদের সাথে আমি খুব বেশি হলে চা-নাস্তা খাই একটু, যেটাকে আপনারা অনেকে প্রেম মনে করেন। কিন্তু আমি তো জানি এটা কী, ওই মেয়েগুলোও জানে!
অন্যদিকে আমিও আমার অনেক বন্ধুদের দেখি যে বিভিন্ন জায়গায় ভালো জব করছে, অনেকে বিভিন্ন দেশে থেকে অনেক টাকা ইনকাম করে বিভিন্ন দেশে ঘুরাঘুরি করছে। আমার প্রায় রেগুলারই প্রবাসী বন্ধুদের সাথে কথা হয় যারা নিউইয়র্ক, মিউনিখ, রোম, লন্ডন, সিডনীর মত বিশ্বের সব উন্নত শহরগুলোতে থাকে এবং সিভিলাইজড মানুষদের সাথে চলাফেরা করে মাঠ-ঘাট কাপিয়ে ফেলতেছে। এসব দেখে আমারও মাঝে মাঝে মনে হয় যে কি করলাম জীবনে! এখনো বাংলাদেশের বাইরেই যেতে পারলাম না!
আবার ওই ভালো জব করা বন্ধুটাই যখন আমার কাছে এসে বলে যে, 'বন্ধু অনেক বড় ভুল করতেছি জীবনে। এই জব করতে থাকলে আমার জীবন চলবে না। তোরাই ভাল কাজ করেছিস। স্বাধীনভাবে চলতে পারতেছিস, কারো under এ নাই etc. etc.' এসব শুনলে মনে হয় যে আসলে ওর সম্পর্কে আমার ধারণা তো ভুল ছিলো। আসলে আমরা মানুষকে বাহির থেকে যা মনে করি ভিতরে সে ওইরকম না। এজন্যই আমি সবসময় সবাইকেই বলি এবং নিজেও মানি যে 'কারো সাথে কারো তুলনা করা উচিত না। কেউই পারফেক্ট না। সবাই যার যার জায়গায় ভাল কিছু করারই চেষ্টা করছে। কেউ অল্প নিয়ে অনেক সুখী, আর কেউ সব পেয়েও আরও কিছু পাবার চিন্তায় নিজেকে শেষ করে দেয়।'
মোটকথা হচ্ছে কে কোন জায়গায় বা কোন অবস্থানে কেমন আছে সেটা সে নিজে আর আল্লাহ্ ছাড়া আর কেউই জানে না। তাই কাউকেই judge করা উচিত না। নিজের আর পরিবারের জন্য যেটা ভালো মনে হবে সেটাই করে যাওয়া উচিত। কারো সাথে তুলনা করে নিজেকে ছোট বা বড় মনে করা নিতান্তই বোকামি। যার যার জায়গায় সে সে বুঝে যে আসলে কি চলতেছে ভিতরে।
নিউইয়র্ক, মিউনিখ বা সিডনীতে থেকে টেনশনে থাকার চেয়ে ঢাকায় থেকে মোটামুটি সুখী থাকাও অনেক ভাল!