Posts

Showing posts from January, 2023

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যত সমস্যা | Problems of Education System in Bangladesh

Image
আমি জানি বর্তমান যুগটা স্মার্টফোনের যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন আর ইন্টারনেট। এখন আমি যদি ২০ বছরের উপরের কোনো ছেলে বা মেয়েকে মোবাইল ব্যতীত ৩ ঘন্টা একটা রুমে আটকে রেখে জিজ্ঞেস করি 'উগান্ডার মুদ্রার নাম কি?' বা 'ঘানার রাজধানীর নাম কি?' এবং সে যদি এগুলোর উত্তর দিতে না পারে, আর আমি তাকে বলি যে আপনার জ্ঞানের অভাব আছে, তাহলে আমার এই কথাটা কি বর্তমান যুগের সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ হয়? ভাবখানা এরকম যে, রুম থেকে বের হওয়ার পর ওই ছেলে বা মেয়েটা তার মোবাইল আর ব্যবহার করবে না! এরকম যদি না হয়ে থাকে তাহলে ইন্টারনেটে সার্চ করে ওই ২ প্রশ্নের উত্তর জানতে তার ২ মিনিটও লাগবে না। তাহলে এসব প্রশ্নের উত্তর মাথায় রাখাটা কি খুব জরুরী এই যুগেও? হ্যাঁ, জানা থাকলে ভালো কিন্তু না জানলে সে কোনোভাবেই দোষী হতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ইন্টারভিউ সব জায়গার অবস্থা অনেকটা এরকই হয়ে আছে এখনও! যেটা খুবই দুঃখজনক! সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সিস্টেম নিজে নিজে চলে না। সিস্টেমের সাথে যারা জড়িত আছে, একদম উপর লেভেল থেকে, সবার মানসিকতা পরিবর্তন করা খুবই জরুরী। যুগের সাথে তাল ...

ভুল তথ্য দিয়ে অনলাইন মিডিয়ার র‍্যাংকিং করা কি অপরাধ নয়?

Image
  ভুল তথ্য দিয়ে অনলাইন র‍্যাংকিং করা কি অপরাধ নয়? এই প্রতিবেদনে আরটিভি ও এনটিভি অনলাইন সম্পর্কে যে কটা তথ্য উল্লেখ আছে, তারা সবকটিই ভুল। আমি চ্যালেঞ্জ দিলাম। পাবলিকলি এই ভুল তথ্য প্রকাশের অধিকার তাদের কে দিয়েছে? আসুন দেখি তারা কীভাবে তথ্য ম্যানিপুলেট করে? ১. ইউটিউব: সাবস্ক্রাইবার দিয়ে তারা ইউটিউব মাপে ২. ফেসবুক: এটাও তো লাইক/ফলোয়ার দিয়ে তাদের মাপার কথা ছিল। কিন্তু তারা এটা মাপে এনগেজমেন্ট দিয়ে ৩. ওয়েবসাইট: এটা মাপে তারা ইউনিক ভিজিটর দিয়ে। ৪. বাকিগুলো নাই বললাম….. তাদের এই সীমিত ও সুবিধাবাদী জ্ঞান শুধু ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিকেই বিভ্রান্ত করছে তাই নয়, তাদের জানা-শোনা ও পারদর্শিতার লেভেলটাও সবার জানা হয়ে যাচ্ছে। এখনই এই সব ‘ভূঁইফোড়’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উপযুক্ত ‘সময়’ আজহারুল ইসলাম সরকার (অর্থী)