বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যত সমস্যা | Problems of Education System in Bangladesh

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যত দুর্নীতি


আমি জানি বর্তমান যুগটা স্মার্টফোনের যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন আর ইন্টারনেট। এখন আমি যদি ২০ বছরের উপরের কোনো ছেলে বা মেয়েকে মোবাইল ব্যতীত ৩ ঘন্টা একটা রুমে আটকে রেখে জিজ্ঞেস করি 'উগান্ডার মুদ্রার নাম কি?' বা 'ঘানার রাজধানীর নাম কি?' এবং সে যদি এগুলোর উত্তর দিতে না পারে, আর আমি তাকে বলি যে আপনার জ্ঞানের অভাব আছে, তাহলে আমার এই কথাটা কি বর্তমান যুগের সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ হয়?

ভাবখানা এরকম যে, রুম থেকে বের হওয়ার পর ওই ছেলে বা মেয়েটা তার মোবাইল আর ব্যবহার করবে না! এরকম যদি না হয়ে থাকে তাহলে ইন্টারনেটে সার্চ করে ওই ২ প্রশ্নের উত্তর জানতে তার ২ মিনিটও লাগবে না। তাহলে এসব প্রশ্নের উত্তর মাথায় রাখাটা কি খুব জরুরী এই যুগেও? হ্যাঁ, জানা থাকলে ভালো কিন্তু না জানলে সে কোনোভাবেই দোষী হতে পারে না। 😊
আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ইন্টারভিউ সব জায়গার অবস্থা অনেকটা এরকই হয়ে আছে এখনও! যেটা খুবই দুঃখজনক! 😷
সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সিস্টেম নিজে নিজে চলে না। সিস্টেমের সাথে যারা জড়িত আছে, একদম উপর লেভেল থেকে, সবার মানসিকতা পরিবর্তন করা খুবই জরুরী। যুগের সাথে তাল মেলাতে না পারলে পশ্চিমা বিশ্বের দেশগুলো থেকে অনেক বছর পিছিয়েই থাকতে হবে আমাদের। 🙏

আমি গোটা জাতির সিংহভাগ যেই বিষয় নিয়ে চিন্তিত সেই বিষয় নিয়েই কথা বলি। এগুলো ২-১ জনের সমস্যা না, লাখ লাখ সৎ, যোগ্য এবং বুদ্ধিমান মানুষ এসব পরিস্থিতির স্বীকার। মজার ব্যাপার হলো, এখানে এদের কারোই কোনো দোষ নেই কিন্তু সমাজ তাদের দোষী বানাচ্ছে, আমরাই তাদের দোষী বানাচ্ছি। 🙏


Popular posts from this blog

The Power Of Being Real & Positive In Life

7 AI Threats You Should Know About

Privacy Policy For Blogger