একটি অসমাপ্ত প্রেমের গল্প!
এইতো কিছুক্ষণ আগের ঘটনা! সকালে ব্রেকফাস্ট করে রাস্তার ধারে দাড়িয়ে চা পান করছিলাম। হঠাৎ একটি প্রাইভেট কার এসে আমার সামনে ব্রেক করলো। বুঝতে পারলাম যে, সামনে জ্যাম থাকার কারনেই এখানে থামিয়েছে। আমি তো as usual রকিং মুডে চা টা উপভোগ করছিলাম। 😎
পরক্ষনেই আমার চোখ পড়লো গাড়িটির পেছনের সিটে বসে থাকা অসম্ভব সুন্দর সেই মেয়েটির দিকে। দেখে মনে হল সে আমার বয়সেরই হবে। সেও আমার দিকে তাকালো! That moment! 😇 কিছুক্ষণ eye contact হওয়ার পর সে হয়তো ভেবে নিয়েছিল যে আমি তাকে follow করছি। তাই আমার follow করাটা আরো জোড়ালো করার জন্য সে এমন একটা part নেওয়া শুরু করলো যে সে কিছুই দেখেনাই! একবার অন্যান্য দিকে তাকায় তো আরেকবার ঠিকই আমার দিকে! এইটা অনেক মেয়েদের স্বভাব, I know that! 😉 যাই হোক, ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকই চলছিল। কিন্তু পরক্ষণেই ওর পাশেই বসে থাকা স্কুল ড্রেস পড়া বাচ্চা একটি মেয়ে ওঁকে বললো, 'Mummy কয়টা বাজে?' 😞
সাথে সাথেই মসৃন একটি heart ভেঙে চুরমার হয়ে গেল..!
by Azharul Islam Orthy