সুশীলরাই দেশ গঠনের কারীগর

শিক্ষিত আর সুশীলরাই যে কোনো দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সবচেয়ে বেশি ভুমিকা রাখে।

কোনো চোর, ডাকাত, টোকাই, চাঁদাবাজ দেশের কাজে আসে না। বরং এদের দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয়।

এলিটরাই রাষ্ট্রের নীতিনির্ধারক হয়। এলিটরা আজকে যা চিন্তা করে, চোরেরা তা চিন্তা করতে পারবে ১০ বছর পর।

তাই 'শিক্ষিত' কিংবা 'সুশীল' বলে কাউকে গালি দেওয়ার আগে চিন্তা করে নিতে হবে। চব্বিশে শিক্ষিত আর সুশীলরা বিরোধিতা শুরু করেছিল বলেই সরকার পতন সম্ভব হয়েছে।

এর আগে বহুত চোর আর চাঁদাবাজ বহুত আন্দোলন করছে, পারে নাই।

পরিস্থিতি না বুঝে রাস্তায় মারামারি করাকে 'রাজনীতি' বলে না প্রিয় রাজনীতিবিদগণ।

Popular posts from this blog

Extreme Corruption In Bangladesh