বিএনপিকে যে কারণে ডিফেন্ড করা উচিত

বিএনপিকে ডিফেন্ড করা আমার কাজ না। কিন্তু যাদের কাজ ডিফেন্ড করা, সেসব সক্রিয় নেতাকর্মীরা তো পারে না করতে। এরা বুঝেই না কিছু, জানেই না কখন কি করা উচিত। বেশিরভাগ নিজ পকেট ভরার ধান্দায় রাজনীতি করে। শুধুমাত্র এই কারণে আমাদের মতো মানুষদের ন্যারেটিভ চেঞ্জ করতে সাহায্য করা লাগে মাঝে মাঝে। এই কাজটা কিন্তু মূলত দলের নেতাকর্মী আর সকল সদস্যদের।

আর ব্যক্তিগতভাবে আমার সফট কর্ণার এখনো মূলত জিয়া পরিবারের দিকে। স্থায়ী কমিটি আর নির্বাহী কমিটির সদস্যরা বেঈমানী করতে পারে যার যার স্বার্থে, জিয়া পরিবার বাংলাদেশের প্রশ্নে কখনো করে নাই। ভবিষ্যতেও করবে না, এটা আমার বিশ্বাস।

Popular posts from this blog

Extreme Corruption In Bangladesh